সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

তুরস্কে ফের লকডাউন

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:৪৯, ১ এপ্রিল ২০২১   আপডেট: ০২:৫১, ১ এপ্রিল ২০২১
তুরস্কে ফের লকডাউন

তুরস্ক

ঢাকা (৩১ মার্চ): ফের লকডাউন ঘোষণা করেছে তুরস্ক সরকার। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান মন্ত্রিসভার এক বৈঠকের পর তার সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। 

তুরস্কে করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এখন তুরস্কে প্রতিদিন করোনা সংক্রমণের ঘটনা ৩০ হাজার ছাড়িয়ে গেছে। 

দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান জানান, পবিত্র রমজান মাসে লকডাউন থাকবে এবং প্রতিদিন রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ চলবে। রেস্টুরেন্টগুলো থেকে শুধুমাত্র বাইরে খাবার সরবরাহ করা যাবে।

অবশ্য, এর এক সপ্তাহ আগে তুর্কি প্রেসিডেন্ট লকডাউন দিতে অস্বীকার করেছিলেন। সে সময় তিনি যুক্তি দেখিয়েছিলেন, প্রতিদিন সংক্রমণের হার বাড়লেও হাসপাতালে ভর্তির সংখ্যা কম। সে সময় অনেকেই সরকারের এই চিন্তার সমালোচনা করে একে দ্বৈতনীতি বলে মন্তব্য করেছিল। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়