বুধবার

১১ সেপ্টেম্বর ২০২৪


২৭ ভাদ্র ১৪৩১,

০৭ রবিউল আউয়াল ১৪৪৬

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৪:৩৬, ৮ আগস্ট ২০২৪  
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন

সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বর্ষীয়ান রাজনীতিবিদ, বাম নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতায় নিজ বাসভবনে মারা যান বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর পশ্মিবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি ছিলেন পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় ও শেষ মুখ্যমন্ত্রী।

তার ছেলে সুচেতন ভট্টাচার্যের বরাতে পত্রিকাটি জানিয়েছে, আজ সকালের খাবার খাওয়ার পর অসুস্থ বোধ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। এরপর সকাল ৮টা ২০ মিনিটে দিকে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে মারা যান তিনি।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়