বুধবার

১১ সেপ্টেম্বর ২০২৪


২৭ ভাদ্র ১৪৩১,

০৭ রবিউল আউয়াল ১৪৪৬

নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৪:১৫, ২ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:১৯, ২ আগস্ট ২০২৪
নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৯

সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার বোর্নো রাজ্যের একটি চায়ের দোকানে বোমা বিস্ফোরণে ১৯ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নাইজেরিয়ার বোর্নো রাজ্যে নিরাপত্তা ও সরকারি কর্মকর্তারা।  খবর ভয়েস অব আমেরিকার।

নিরাপত্তা ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে কাউরি গ্রামে স্থানীয় সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

কর্মকর্তারা বলেন, বোমাটি মাটিতে পোঁতা ছিল এবং এটি কোনো আত্মঘাতী হামলা নয়। কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। 

বোর্নো রাজ্যের গোজা এলাকায় সন্দেহভাজন নারী আত্মঘাতী বোমা হামলাকারীদের ধারাবাহিক হামলায় ৩২ জন নিহত হওয়ার কয়েক সপ্তাহ পর এই বোমা হামলার ঘটনা ঘটল। নিরাপত্তা কর্মকর্তারা জানান, গোজায় বিবাহ, হাসপাতাল এবং সমাধিস্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

নাইজেরিয়ার সামরিক বাহিনী জঙ্গিদের সক্ষমতা হ্রাস করেছে, তবু তারা এখনো বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা লক্ষ্যবস্তুতে প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়