রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

কলোরাডোয় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৫২, ২৩ মার্চ ২০২১  
কলোরাডোয় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ১০

ছবি: কলোরাডোয় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ১০

ঢাকা (২৩ মার্চ): যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি গ্রোসারিশপে এলোপাথারি গুলিবর্ষণে ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। খবর বিবিসি।

বিবিসি জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার মধ্য দিয়ে বোল্ডার শহরের কিং সুপার মার্কেটের এ ঘটনার অবসান ঘটেছে। গুলিবর্ষণের ঘটনাটি অনেক প্রত্যক্ষদর্শী মোবাইল ফোন ব্যবহার করে ইউটিউবে সরাসরি সম্প্রচার করেন।

সোমবার স্থানীয় সময় বেলা আড়াইটার সময় সন্দেহভাজন ওই ব্যক্তি সুপারশপে ঢুকে গুলি শুরু করেন।

হামলাকারীকে আটকের পর বোল্ডার পুলিশের প্রধান ম্যারিস হ্যারল্ড এক সংবাদ সম্মেলনে বলেন, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। তিনি পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, বাসিন্দাদের আমি নিশ্চয়তা দিয়ে বলতে চাই, তারা সবাই এখন নিরাপদ আছেন। পুলিশ প্রধান আরো জানান, হামলাকারীর নাম এরিক ট্যালি। ২০১০ সালের পর থেকে টালি বোল্ডার পুলিশ বিভাগেই দায়িত্ব পালন করেছে বলে তিনি উল্লেখ করেন। 

পুলিশ প্রধান, ঘটনার ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি বলেন তদন্ত প্রক্রিয়া একটু জটিল। পাঁচ দিনের কম সময়ে তদন্ত শেষ করা সম্ভভ হবে না।  এ দুর্ঘটনায় নিহতদের কারো পরিচয় প্রকাশ করা হয়নি। নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ না করে কারো পরিচয় প্রকাশ করা হবে না বলে জানানো হয়েছে। 

বোল্ডার পুলিশ বিশ মিনিট পর টুইট করে জানায় যে কিং সুপারে একজন সক্রিয় বন্দুকধারী রয়েছে। দু ঘণ্টা পর পুলিশ ওই এলাকায় এড়িয়ে চলার জন্য সবাইকে সতর্ক করেন। একই সঙ্গে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা সম্প্রচার না করারও পরামর্শ দেন। 

কলোরাডো গভর্নর জেয়ার্ড পলিস টুইট করে এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন। প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘটনাটি জানানো হয়েছে বলে হোয়াইট হাউজ জানিয়েছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়