শনিবার

১৫ নভেম্বর ২০২৫


১ অগ্রাহায়ণ ১৪৩২,

২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

আফগানিস্তানে তীব্র ঠান্ডা ও বৃষ্টিতে ৬০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:৪৬, ১৪ মার্চ ২০২৪  
আফগানিস্তানে তীব্র ঠান্ডা ও বৃষ্টিতে ৬০ জনের মৃত্যু

সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক:  আফগানিস্তানে তুষারপাত, বৃষ্টি এবং তীব্র ঠাণ্ডায় ৬০ জনের প্রাণহানি ঘটেছে। গতকাল বুধবার (১৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়। খবর টোলো নিউজ।

মন্ত্রণালয়ের মুখপাত্র জনান সাইকের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, দেশে তীব্র ঠাণ্ডা এবং বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছে স্থানীয় বাসিন্দারা। গত ২৩ দিনে দেশটিতে এসব দুর্যোগে ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নানা দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩৪ জন।

দুর্যোগে প্রায় এক লাখ ৭৭ হাজরের বেশি গবাদি পশু মারা গেছে। এছাড়া প্রায় এক হাজার ৬০০টি বসতবাড়ি পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।

এরমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার জন্য কাজ শুরু করেছে মন্ত্রণালয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে তারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় ২২ হাজার ৪১৫টি পারিবারকে খাদ্য ও নগদ অর্থ প্রদান করেছে। সহায়তা প্রদানের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

গত বছরের অক্টোবরে আফগানিস্তানের হেরাত প্রদেশে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সেই আঘাত এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এরমধ্যেই সোমবার সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

এতে দেশটির বেশ কয়েকটি অঞ্চলে বেসামরিক উড়োজাহাজ এবং পরিবহন চলাচলে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়