শনিবার

১৩ সেপ্টেম্বর ২০২৫


২৯ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

চীনে বিক্রি হচ্ছে ধ্যানরত ট্রাম্পের মূর্তি

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:০৪, ১২ মার্চ ২০২১   আপডেট: ২২:০৭, ১২ মার্চ ২০২১
চীনে বিক্রি হচ্ছে ধ্যানরত ট্রাম্পের মূর্তি

ছবি: ধ্যানরত অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের মূর্তি

ঢাকা (১২ মার্চ): বুদ্ধের মতো বিষণ্ন অবস্থায় ধ্যানরত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের একটি মূর্তি বিক্রি করে আলোচনায় চলে এসেছে চীনের একটি ই-কমার্স ওয়েবসাইট।

বিশেষ পোশাক পরে ক্রস-পায়ে চোখ বন্ধ করে বসে ধ্যনস্থ ট্রাম্পের এ মূতি বিক্রি করছে চীনের ই-কমার্স সাইট জোয়াওবাও।

চীনা উদ্যোক্তা ট্রাম্পের এ মূর্তির শিরোনাম দিয়েছেন "ট্রাম্প, যিনি বৌদ্ধধর্ম অন্য যে কারও চেয়ে ভাল বোঝেন।" এ শিরোনামের মাধ্যমে চীনের প্রতি ট্রাম্পের অপছন্দের বিষয়টিকে তুলে ধরা হয়েছে। ট্রাম্প কোভিড -১৯ প্রাদুর্ভাব এবং এর বিস্তার নিয়ে একাধিকবার চীনের সমালোচনা করেছিলেন। এছাড়া আরো নানা কারণে চীন বিদ্বেষী ট্রাম্পকে চীনের জনগণ অপছন্দ করবেন সেটাই স্বাভাবিক। কিন্তু তারা তাকে নিয়ে হাসিঠাট্টা এবং তুচ্ছ-তাচ্ছিল্ল করে বেশ আনন্দ পান। এরই অংশ হিসেবে হয়তো বুদ্ধের ধ্যানের আসনে ট্রাম্পের মূর্তি বানানোর চিন্তা উদ্যোক্তার মাথায় এসেছে। এতে তিনি সফলও হয়েছেন।  

আলিবাবা গ্রুপের মালিকানাধীন চীনা ই-কমার্স প্ল্যাটফর্ম জোয়াওবাও, ১ দশমিক ৬ মিটারের ছোট আকারের ট্রাম্পের এ মূতি বিক্রি করছে ৯৯৯ চাইনিজ ইউয়ান বা ১৫০ মার্কিন ডলারে। আর বড় আকারের একটি মূর্তি বিক্রি করছে ৩,৯৯৯ ইউয়ান বা ৬১০ মার্কিন ডলারে।

দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তাওবাওর ই-কমার্স সাইটে বিভিন্ন পণ্যদ্রব্যের জনপ্রিয় উৎস হচ্ছেন ট্রাম্বপ। সেখান থেকে গ্রাহকরা ট্রাম্পের ছবি সম্বলিত ফেসমাস্ক, মডেল, ছোট ছোট মূর্তি, টুপি এবং মোজা বেশ আগ্রহ সহকারে কিনে থাকেন।

চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন গ্লোবাল টাইমস জানিয়েছে, ট্রাম্পের মূর্তি বিক্রেতা জানিয়েছেন, যে তারা ট্রাম্পের ১০০ টি মুর্তি তৈরি করেছেন এবং কয়েক ডজন ইতিমধ্যে বিক্রি করা হয়েছে। তিনি জানান, বেশিরভাগ মানুষ এটি ‘ফান’ করার জন্যই কিনে নিচ্ছেন। 

গ্লোবাল টাইমসকে নাম প্রকাশে অনেচ্ছুক এক ক্রেতা বলেছেন "আমি এটি শুধু ফান করার জন্য কিনেছিলাম এবং আমার ডেস্কে শোপিস হিসাবে রেখেছিলাম। ট্রাম্পকে একটি যুগের প্রতিনিধি এবং চরম অহংকারী হিসাবেও বিবেচনা করা যেতে পারে। এখন সে সময় পেরিয়ে গেছে তবে আমি চাই সব সময় একটি কথা নিজেকে স্মরণ করিয়ে দিতে মূর্তিটি রাখতে চাই। তা হলো: ‘খুব বেশি ট্রাম্পের মতো হয়ো না’।"
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়