বৃহস্পতিবার

০৬ নভেম্বর ২০২৫


২২ কার্তিক ১৪৩২,

১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

তারা নির্বাচন চুরির চেষ্টায় আছে: ডোনাল্ড ট্রাম্প

বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৩০, ৪ নভেম্বর ২০২০   আপডেট: ১৮:৩৭, ৪ নভেম্বর ২০২০
তারা নির্বাচন চুরির চেষ্টায় আছে: ডোনাল্ড ট্রাম্প

ছবি: বিবিসি

ঢাকা (৪ নভেম্বর): তারা নির্বাচন চুরির চেষ্টায় আছে বলে বিরোধী পক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় এ অভিযোগ করেন।
টুইটে ট্রাম্প বলেন, ''আমরা জয়ের ব্যাপারে আশাবাদী, কিন্তু তারা নির্বাচন চুরির চেষ্টা করছে। আমরা কখনোই তাদের সেটা করতে দেবো না। নির্বাচন শেষ হওয়ার পরে ভোট গ্রহণ করা যায় না।''
অবশ্য টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের ওই টুইটে একটি লেবেল সেঁটে দিয়ে বলেছে, ওই বক্তব্য নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি তৈরি করতে পারে। টুইটার ব্যবহারকারীদের সঠিক তথ্য খুঁজে নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।  

শিগগিরই হোয়াইট হাউজ থেকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়