Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
বেনিনে অবৈধ তেলের ডিপোয় আগুনে নিহত অন্তত ৩৫

শুক্রবার

০৯ মে ২০২৫


২৬ বৈশাখ ১৪৩২,

১১ জ্বিলকদ ১৪৪৬

বেনিনে অবৈধ তেলের ডিপোয় আগুনে নিহত অন্তত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৫:২২, ২৪ সেপ্টেম্বর ২০২৩  
বেনিনে অবৈধ তেলের ডিপোয় আগুনে নিহত অন্তত ৩৫

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের একটি অবৈধ তেলের ডিপোতে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ডজন খানেকেরও বেশি মানুষ। স্থানীরা জানান, নাইজেরিয়া-বেনিন সীমান্তবর্তী ওই এলাকায় শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় আগুন লাগে। পেট্রোল আনলোড করার সময় আগুনের সূত্রপাত হয়। আগুনের ফলে ঐ এলাকার পুরো আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।

বোরবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার সীমান্তবর্তী শহর সেমেপোজির এই ডিপোতে পাচার হয়ে আসা জ্বালানী তেল সংরক্ষণ করা হত বলে জানা গেছে। গাড়ি, মোটরসাইকেল ও ট্রাইসাইকেলে এখান থেকে তেল সংগ্রহ করে বলে জানিয়েছেন এলাকাবাসীরা। স্থানীয় কৌসুলী আবদুবাকি আদম-বোংলে এক বিবৃতিতে জানান, আগুনে দোকানটি ধ্বসে পড়ে এবং প্রাথমিক তথ্য অনুযায়ী, এক শিশুসহ ৩৫ জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, খুব সম্ভবত ব্যাগ থেকে পেট্রোল ঢালার সময় আগুনের সূত্রপাত হয়। তিনি আরও জানান, ১২ জনেরও বেশি ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুর্ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আলজাজিরা এই ভিডিওর সত্যতা যাচাই করতে পেরেছে। ভিডিওতে দেখা যায়, একটি বাজারের ওপরে আকাশ কালো ধোঁয়া ও আগুনের শিখায় ছেয়ে গেছে। নিরাপদ দূরত্বে থেকে কিছু মানুষ আতঙ্ক নিয়ে এটি দেখছেন।

বেনিনের স্বরাষ্ট্রমন্ত্রী আলাসান সেইদৌউ বলেন, পাচার হয়ে আসা তেল এই আগুনের কারণ। তিনি জানান, মরদেহগুলো আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। নাইজেরিয়া-বেনিন সীমান্তে তেল চোরাকারবার খুবই সাধারণ ঘটনা হিসেবে বিবেচিত। নাইজেরিয়া এ অঞ্চলের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ। সীমান্তবর্তী শহরগুলোতে বেশ কিছু অবৈধ তেল পরিশোধনাগার, তেলের ডিপো ও পাইপলাইন তৈরি হয়েছে, যা প্রায়ই আগুনের কারণ হয়ে দাঁড়ায়।  এক স্থানীয় মোটরসাইকেল চালক সেমোভো নৌনাগনন এএফপিকে বলেন, আমি আগুনের কারণ জানি না। তবে সেখানে একটি বড় তেলের ডিপো আছে, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়ি, ট্রাইসাইকেল ও মোটরসাইকেল আসা যাওয়া করে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়