শুক্রবার

১২ সেপ্টেম্বর ২০২৫


২৮ ভাদ্র ১৪৩২,

১৯ রবিউল আউয়াল ১৪৪৭

তাজমহলে হঠাৎ করেই বোমাতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৪৪, ৪ মার্চ ২০২১  
তাজমহলে হঠাৎ করেই বোমাতঙ্ক

ভারতের আগ্রায় তাজমহলে বোমাতঙ্ক। ছবি: সংগৃহীত

ঢাকা (০৪ মার্চ): ভারতের তাজমহলে হঠাৎ করেই বোমাতঙ্কের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে বোমাতঙ্কে সেখান থেকে পর্যটকদের বের করে আনা হয়েছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোন করে পুলিশকে জানান, তাজমহলে বোমা রাখা রয়েছে। এ খবর পাওয়ার পরেই সেখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত খালি করে দেওয়া হয় তাজমহল। বন্ধ করে দেওয়া হয় সব দরজা। এলাকা খালি করার কাজ করতে শুরু করে পুলিশ। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার মধ্যে তাজমহলে পৌঁছে যান বিস্ফোরক বিশেষজ্ঞরা। তারপর গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়।

সিআইএসএফ ও বিস্ফোরক বিশেষজ্ঞরা বিভিন্ন স্থানে সন্ধান চালান। পুলিশ জানিয়েছে, প্রথমে মনে করা হয়েছিল আলিগড় থেকে ফোন এসেছে। পরে ফিরোজাবাদ থেকেও ফোন পাওয়ার কথা জানিয়েছেন পুলিশ।

দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর বছর সেপ্টেম্বরে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় তাজমহল। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ২০২০ সালের ১৭ মার্চ থেকে পর্যটকদের জন্য বন্ধ ছিল তাজমহলের দরজা।

তবে বেশ কিছু বিধিনিষেধ মেনেই এখনও তাজমহল দর্শন করতে হচ্ছে পর্যটকদের। দূরত্ববিধি বজায় রাখার পাশাপাশি আগত পর্যটকদের হাত স্যানিটাইজ করার দিকেও জোর দেওয়া হচ্ছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়