বৃহস্পতিবার

২৮ সেপ্টেম্বর ২০২৩


১৩ আশ্বিন ১৪৩০,

১৩ রবিউল আউয়াল ১৪৪৫

সোমালিয়ায় সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে উগান্ডার ৫৪ সেনাকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১০:১০, ৪ জুন ২০২৩   আপডেট: ১০:১১, ৪ জুন ২০২৩
সোমালিয়ায় সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে উগান্ডার ৫৪ সেনাকে হত্যা

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ায় একটি সামরিক ঘাঁটিতে হামলা চারিয়েছে উগান্ডার ৫৪ সেনাকে হত্যা করা হয়েছে। এসব সেনারা শান্তিরক্ষী হিসেবে কাজ করছিলেন। জঙ্গি গোষ্ঠী আল শাবাবের হামলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। খবর আল জারিরা। 

উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি এক বিবৃতিতে জানিয়েছেন গত সপ্তাহে সোমালিয়ায় একটি সামরিক ঘাঁটিতে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের হামলায় উগান্ডার ৫৪ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। 

তিনি আরও বলেন, ওই ঘটনার পর ঘাঁটির নিয়ন্ত্রণ হারালেও উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) ইসলামপন্থি গোষ্ঠীটির কাছ থেকে ঘাঁটিটি পুনরুদ্ধার করেছে।

সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে ১৩০ কিলোমিটার (৮০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বুলামারে গত শুক্রবার ভোরে আল শাবাব জঙ্গিগোষ্ঠী ওই সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।

এদিকে জঙ্গি গোষ্ঠী আল শাবাব বলেছে, তারা ওই সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে এবং ১৩৭ জন সৈন্যকে হত্যা করেছে। সন্ত্রাসী এই গোষ্ঠীটি সোমালিয়ার পশ্চিমা-সমর্থিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য ২০০৬ সাল থেকে লড়াই করে চলেছে।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়