বিশ্বে ফের শীর্ষ ধনী ইলন মাস্ক
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: আরও একবার বিশ্বে সর্বোচ্চ ধনীর স্থান দখল করলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। গত বুধবার ফরাসি ধনকুবের বার্নার্ড আরনল্টের এলভিএমএইচের শেয়ারদর ২ দশমিক ৬ শতাংশ কমে যাওয়ার পরই আরনল্টকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসেন মাস্ক। খবর: সিএনবিসি।
দীর্ঘদিন বিশ্বে ধনীদের তালিকার শীর্ষে থাকা ইলন মাস্ককে প্রথম চ্যালেঞ্জ করেন বার্নার্ড আরনল্ট। গত বছরের ডিসেম্বরে ইলনকে টপকে শীর্ষে পৌঁছান আরনল্ট। দ্বিতীয় স্থানে জায়গা হয় মাস্কের। ২০২০ সালের নভেম্বরের পর গত বছরের নভেম্বরে টেসলার শেয়ারদর সর্বনি¤œ পর্যায়ে নামে। তখন শেয়ারদর কমে ১৬৭ দশমিক ৮৭ শতাংশ। মূলত টুইটার অধিগ্রহণ করার পর তার বার্ষিক আয়ের পরিমাণ কমে।
মূল্যস্ফীতির কারণে প্রযুক্তি সংস্থাগুলো বিপাকে পড়লেও বিলাসবহুল পণ্যসামগ্রীতে মানুষের আগ্রহ কমেনি। আরনল্টের সংস্থা এলভিএমএইচের অধীনে থাকা লুইস ভুটন, ফেন্ডি ও হেনেসির মতো সংস্থাগুলো বিলাসবহুল পণ্য বিক্রি করে সম্পত্তি বাড়িয়েছিল।
বর্তমানে আরনল্টের এলভিএমএইচের শেয়ার কমেছে। গত এপ্রিলে প্রায় ১০ শতাংশ কমেছে শেয়ার। আরনল্টের মোট সম্পত্তি থেকে এক দিনে ১১ বিলিয়ন ডলার উধাও হয়ে গেছে।
অন্যদিকে চলতি বছরে এখন পর্যন্ত মাস্কের সম্পত্তির পরিমাণ বেড়েছে ৫৫ দশমিক ৩ বিলিয়ন বা পাঁচ হাজার ৫৩০ কোটি ডলার। মূলত টেসলার কারণে তার সম্পদ বেড়েছে। বর্তমানে ইলন মাস্কের সম্পত্তির পরিমাণ ১৯২ দশমিক ৩ বিলিয়ন বা ১৯ হাজার ২৩০ কোটি ডলার। আরনল্টের সম্পদ ১৮৬ দশমিক ৬ বিলিয়ন বা ১৮ হাজার ৬৬০ কোটি ডলারের।
শীর্ষ ধনীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান আমাজনের মালিক ধনকুবের জেফ বেজোস।
আইকন ডেটা জানিয়েছে, গত মাসে ইলন মাস্কের ইলেকট্রিক ভেহিকেল বিক্রি বেড়েছে ২৪ শতাংশ। রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের মালিক ইলন মাস্ক।