বৃহস্পতিবার

২৫ এপ্রিল ২০২৪


১২ বৈশাখ ১৪৩১,

১৬ শাওয়াল ১৪৪৫

হঠাৎ ইউক্রেনে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:৩১, ১৯ মার্চ ২০২৩  
হঠাৎ ইউক্রেনে পুতিন

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হঠাৎ করেই ইউক্রেনের শহর মারিওপোল সফর করেছেন। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের এই শহরটি গত বছরের মে মাসের পর থেকে রুশ বাহিনীর দখলে রয়েছে।

ক্রেমলিনকে উদ্ধৃত করে রুশ সংবাদ সংস্থা তাস আজ রোববার জানিয়েছে, হেলিকপ্টারে করে পুতিন মারিওপোল যান। তিনি শহরটির বেশ কয়েকটি জেলা হেলিকপ্টারে করে ঘুরে দেখেন এবং হেলিকপ্টার থেকে নেমে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। খবর আলজাজিরা।

এর আগে ইউক্রেন থেকে কৃষ্ণসাগরের উপদ্বীপ ক্রিমিয়া দখলের নবম বার্ষিকীতে পুতিন ক্রিমিয়ায় যান বলে খবর পাওয়া যায়। তার এক দিন পর তিনি মারিওপোল যাওয়ার এই খবর এলো।

রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে শনিবার প্রচারিত ফুটেজে দেখা যায়, কৃষ্ণসাগরপাড়ের বন্দর শহর সেভাস্তোপোল পরিদর্শন করছেন পুতিন। এ সময় তার সঙ্গে মস্কোর নিয়োগকৃত ক্রিমিয়ার গভর্নর মিখাইল রাজভোজায়েভ উপস্থিত ছিলেন।

২০১৪ সালে এক গণভোটের পর ইউক্রেন থেকে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। যদিও ওই গণভোটকে কিয়েভ ও আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্রিমিয়ার পাশাপাশি গত বছরের পর ইউক্রেনের যেসব এলাকা রাশিয়া দখলে নিয়েছে, সেগুলো ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়