রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

ঝাড়খন্ডে অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ১৪, আহত ১২

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:১৯, ১ ফেব্রুয়ারি ২০২৩  
ঝাড়খন্ডে অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ১৪, আহত ১২

ছবি: সংগৃহীত

ঝাড়খন্ড, ১ ফেব্রুয়ারি(ইউএনবি)- ভারতের ঝাড়খন্ড প্রদেশের একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১২ জন। 

মঙ্গলবার(৩১ জানুয়ারি) প্রদেশের ধানবাদ এলাকায় এই ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে ১০ নারী, তিন শিশুও রয়েছে বলে জানায় সংবাদ মাধ্যম এএনআই।

ভবনটিতে উদ্ধার কার্যক্রম চলছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ধানবাদের ডেপুটি কমিশনার সন্দীপ কুমার।

জানা যায়, ভবনটিতে অনেক লোক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিল।

ধানবাদের অগ্নিদুর্গত আর্শীবাদ টাওয়ার অ্যাপার্টমেন্টের বাইরে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

একজন ভুক্তভোগী জানায়, আমরা যখন আমার ভাগ্নির বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমাদের ঘরে ধোয়া ঢুকে। তখন আমার শ্যালক আমাকে জানায় আগুন লেগেছে। আমরা চতুর্থ তলায় ছিলাম এবং নিচে যাওয়ার চেষ্টা করি কিন্তু ধোঁয়ার কারণে পারিনি, দম বন্ধ হয়ে যাচ্ছিল। পরে আমরা ছাদে চলে যাই। তারপর পুলিশ আমাদের উদ্ধার করে।

এক টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এবং নিহতদের পরিবাবারকে দুই লাখ করে রুপি এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়