ইরানের ‘মোরালিটি পুলিশের’ কার্যক্রম বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (০৪ ডিসেম্বর): ইরানে নারীদের পোশাক বিধি কার্যকর করার দায়িত্বে নিয়োজিত মোরালিটি পুলিশের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের অ্যাটর্নী জেনারেলের বরাত দিয়ে বার্তা সংস্থা ইসনা এ তথ্য জানিয়েছে।
অ্যাটর্নী জেনারেল মোহাম্মদ জাফর মুনতাজেরি বলেছেন, নারীদের সঠিক পোশাক পরিধানের বিষয়টি নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত মোরালিটি পুলিশের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে এ বাহিনীর কার্যক্রম সারাদেশে এবং স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কি না সে বিষয়ে তিনি স্পষ্ট করে বিস্তারিত কিছু জানাননি।
জাফর মুনতাজেরি বলেন, বিচার বিভাগ দেশের সাধারণ মানুষের আচরণ এবং গতিবিধি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে।
ইরানে আমিনির মৃত্যু এবং এ ঘটনায় পরবর্তী বিক্ষোভে মোরালিটি পুলিশের দমন-পীড়নের পর যুক্তরাজ্য এ বাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।
জাতিসংঘ-নিযুক্ত নিরপেক্ষ ইরান বিশেষজ্ঞ জাভেদ রেহমান মঙ্গলবার বলেছেন, ইরানে আমিনির মৃত্যুর পর বিক্ষোভে ৪০ টির বেশি শিশু সহ ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।