মঙ্গলবার

০৯ সেপ্টেম্বর ২০২৫


২৫ ভাদ্র ১৪৩২,

১৬ রবিউল আউয়াল ১৪৪৭

অভ্যুত্থান না মেনে প্রতিবাদের আহবান সু চির

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৩২, ১ ফেব্রুয়ারি ২০২১  
অভ্যুত্থান না মেনে প্রতিবাদের আহবান সু চির

এনএলডি নেত্রী অং সান সুচি। ছবি সংগৃহীত

ঢাকা (১ ফেব্রুয়ারি): মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেত্রী অং সান সু চি দেশের জনগণকে অভ্যুত্থান মেনে না নিয়ে প্রতিবাদের আহবান জানিয়েছেন। সোমবার এনএলডি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা।

অং সান সু চির নামে দলের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, সামরিক বাহিনীর এ অভিযানের ফলে দেশ আবার স্বৈরতন্ত্রের নিয়ন্ত্রণে চলে গেলে। আমি জনগণকে এটা মেনে না নেয়ার আহবান জানাচ্ছি। সামরিক বাহিনীর এ অভ্যুত্থানের বিরুদ্ধে আমি তাদেরকে প্রতিবাদ বিক্ষোভের আহবান জানাচ্ছি।

এর আগে এনএলডির মুখপাত্র মিয়ো নিউন্ট রয়টার্সকে বলেছিলেন, রাষ্ট্রীয় উপদেষ্টা, প্রেসিডেন্ট ও অন্য শীর্ষ নেতাদের ভোরেই অভিযান চালিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সু চি জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। মিয়ো নিউন্ট মিয়ানমারের ইরাবতীকে বলেন, ‘এটা একটা সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা, তবে সামরিক বাহিনী বলতে পারে যে এটা অভ্যুত্থান নয়। তারা প্রেসিডেন্টকে জরুরি জাতীয় নিরাপত্তা বৈঠক ডেকে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে বলতে পারে।’

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়