রোববার

১৯ মে ২০২৪


৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

১১ জ্বিলকদ ১৪৪৫

সৌদির প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:১০, ২৮ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৩:১৩, ২৮ সেপ্টেম্বর ২০২২
সৌদির প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান

ছবি: সংগৃহীত

ঢাকা (২৮ সেপ্টেম্বর): সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার ছেলে ও উত্তরসূরী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নাম ঘোষণা করেছেন।

মঙ্গলবার এক আদেশে এ তথ্য জানানো হয়েছে বলে সৌদি বার্তা সংস্থা এসপিএ'র বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজের আরেক ছেলে প্রিন্স খালিদকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রিন্স মোহাম্মদ বিন সালমান দীর্ঘদিন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে পালন করেছেন। তিনিই এখন বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সৌদিআরবের ‘ডি-ফ্যাক্টো’ শাসক।

মোহাম্মদ বিন সালমানের ছোট ভাই প্রিন্স খালিদ বিন সালমান এর আগে ছিলেন উপপ্রতিরক্ষামন্ত্রী।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়