সোমবার

২৪ নভেম্বর ২০২৫


১০ অগ্রাহায়ণ ১৪৩২,

০২ জমাদিউস সানি ১৪৪৭

পারমাণবিক হুমকি কোনো ‘ভাওতাবাজি’ নয়: মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৫:৫০, ২৭ সেপ্টেম্বর ২০২২  
পারমাণবিক হুমকি কোনো ‘ভাওতাবাজি’ নয়: মেদভেদেভ

ছবি: সংগৃহীত

ঢাকা (২৭ সেপ্টেম্বর): পশ্চিমাদের হুমকির পরিপ্রেক্ষিতে নিজেকে রক্ষা করতে মস্কোর পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি কোনো ভাওতাবাজি নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর স্কাই নিউজ, আল-জাজিরা।  

মেদভেদেভ বলেন, পশ্চিমারা বাধ্য করলে নিজেকে রক্ষা করার অধিকার মস্কোর রয়েছে।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ আরও হুশিয়ারি  দেন যে, পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত তেমন কারো সঙ্গে আলোচনা না করেই নেওয়া হতে পারে।

রাশিয়ার দখলকরা ইউক্রেনের কয়েকটি এলাকায় গণভোটকে কেন্দ্র করে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার মতবিরোধ আরো বৃদ্ধি পেয়েছে।

আজ মঙ্গলবার ওইসব এলাকায় অনুষ্ঠেয় গণভোট শেষ হওয়ার কথা রয়েছে। এদিকে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন শুক্রবার পার্লামেন্টে ভাষণ দেবেন বলে জানা গেছে।      

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়