বৃহস্পতিবার

১৮ সেপ্টেম্বর ২০২৫


৩ আশ্বিন ১৪৩২,

২৫ রবিউল আউয়াল ১৪৪৭

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন আলবানিজ !

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৪৮, ২১ মে ২০২২  
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন আলবানিজ !

ছবি: সিএনএন থেকে সংগৃহীত

ঢাকা (২১ মে): লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হতে চলেছেন। দেশটির প্রধান তিন সংবাদ নেটওয়ার্কের আভাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ‘সিএনএন’। 

প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটিতে ভোটগ্রহণ প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। চলছে ভোট গণনা। তবে, দেশটির অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি), ৭ নিউজ এবং স্কাউ নিউজ অস্ট্রেলিয়ার আভাসে আলবানিজের জয়ের আভাস দিচ্ছেন। 

তবে, দেশটির কোনো গণমাধ্যমেই লেবার পার্টির ৭৬ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জেতার খবর নিশ্চিত করেনি। তবে, খবরে ধারণা করা হয়েছে, নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ও লিবারেল-ন্যাশনাল জোটের স্কট মরিসন সংখ্যাগরিষ্ঠতা বা সংখ্যালঘু কোনো পথেই নেই। 

অস্ট্রেলিয়ার দীর্ঘতম রাজনীতিবিদদের একজন অ্যান্থনি আলবানিজ। দেশটির সরকার গঠনের জন্য প্রতিনিধি পরিষদের ১৫১টি আসনের অন্তত ৭৬টিতে জয়লাভ করতে হবে। 

এদিকে, এবিসির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ ইতোমধ্যে ৭২টি আসনে জয়লাভ করছেন। সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার আর মাত্র ৪টি আসন। অন্যদিকে মরিসনের দল পেয়েছে ৪৭টি আসন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়