মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

পরাজয় মেনে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:২৯, ৭ জানুয়ারি ২০২১   আপডেট: ২৩:৩১, ৭ জানুয়ারি ২০২১
পরাজয় মেনে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা ট্রাম্পের

ছবি: সংগৃহীত

ঢাকা (৭ জানুয়ারি): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অবশেষে পরাজয় মেনে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেস আনুষ্ঠানিক ভাবে জো বাইডেন এবং কমলা হ্যারিসের জয়কে স্বীকৃতি দেয়ার পর তিনি পরাজয় মেনে নেন। সেই সঙ্গে তিনি ২০ জানুয়ারি নিয়মতান্ত্রিক ভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন। খবর টাইমস অব ইনডিয়া।

বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যদিও আমি এই  নির্বাচনের ফলাফলের সাথে পুরোপুরি দ্বিমত পোষণ করি এবং প্রকৃত ঘটনায় তার সঠিকত্ব বোঝা যায়। এরপরও ২০ জানুয়ারি সুশৃঙ্খলভাবে ক্ষমতার হস্তান্তর হবে।’

এ বিবৃতিতে তিনি ভোট কারচুপির দাবি থেকে সরে আসেননি। ট্রাম্প বলেছেন, ‘আমি সবসময় বলে আসছি, কেবল বৈধ ভোটগুলোই যাতে গণনা হয় তার জন্য আমাদের লড়াই চালিয়ে যাওয়া উচিত। এটি প্রেসিডেন্ট ইতিহাসের সর্বকালের মহান কালের সমাপ্তির প্রতিনিধিত্ব করলেও এটি, আমেরিকাকে আবার মহান করে তোলার লড়াইয়ের কেবল শুরু!’

বুধবার ট্রাম্পের সমর্থকরা যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের ক্যাপিটল হিলে ঢুকে পড়ে। এতে কিছুক্ষণের জন্য কংগ্রেসের যৌথ অধিবেশন বন্ধ রাখা হয়। ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবন কার্যত কয়েক ঘণ্টা দখল করে রাখে। পরে ভবন থেকে বিক্ষোভকারীদের বের করে দিয়ে আবারো শুরু হয় অধিবেশন এবং যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে বিজয়ী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। বিক্ষোভের ঘটনায় এ পর্যন্ত অন্তত চারজন মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়