মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

মার্কিন কংগ্রেস বাইডেনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে

আর্ন্তজাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৩৯, ৭ জানুয়ারি ২০২১   আপডেট: ২৩:৩২, ৭ জানুয়ারি ২০২১
মার্কিন কংগ্রেস বাইডেনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

ঢাকা(০৭ জানুয়ারি): মার্কিন কংগ্রেস জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। বুধবার মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলার পর পরিস্থিতি পুনরায় স্বাভাবিক হয়ে আসলে আবার অধিবেশন শুরু হয়। এরপরেই মার্কিনীদের নতুন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় দেশটির আইনপ্রণেতারা। খবর রয়টার্স। 

কংগ্রেসের এই স্বীকৃতির পর আগামি ২০ জানুয়ারি রীতি অনুযায়ী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছ থেকে ক্ষমতা বুঝে নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

প্রসঙ্গত, আনুষ্ঠানিকভাবে ইলেক্টরাল কলেজ ভোট গণনার সময় কয়েকজন জর্জিয়া ও পেনসিলভেনিয়ার ইলেক্টরাল ভোট বাতিলের আবেদন জানান। আরিজোনা, নেভাদা, ও মিশিগানের ইলেক্টরাল ভোটের বিষয়েও অভিযোগ তোলে রিপাবলিকানরা। তবে তা আমলে নেওয়া হয়নি।

এই ভোট গণনাকে কেন্দ্র  করে বুধবার সংসদ ভবন ক্যাপিটল হিলে সহিংস হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। এ সময় প্রাণ হারান ৪ জন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়