সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

করোনা আক্রান্তদের দ্বিতীয়বার আক্রান্তের আশংকা খুবই কম: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:০৯, ২৪ ডিসেম্বর ২০২০  
করোনা আক্রান্তদের দ্বিতীয়বার আক্রান্তের আশংকা খুবই কম: গবেষণা

ছবি: সংগৃহীত

ঢাকা (২৪ ডিসেম্বর): করোনাভাইরাসে কেউ একবার আক্রান্ত ভবিষ্যতে এতে আক্রান্ত হওয়ার আশংকা কমে যায় বলে দুটি নতুন গবেষণায় দাবি করা হয়েছে। বুধবার ইউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত দুই গষেণায় এ দাবি করা হয়েছে। খবর ইউএনবি।

এ গবেষণায় ১২ হাজার ৫০০জন স্বাস্থ্যকর্মী জড়িত ছিলেন। কয়েকমাস আগে করোনায় আক্রান্ত হয়েছেন এমন ১ হাজার ২৬৫জনের পরীক্ষা করে প্রায় সবার শরীরে করোনার এন্টিবডি পাওয়া গেছে। এদের মধ্যে কেবল দুজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। অবশ্য তাদের মধ্যে কোন উপসর্গই পাওয়া যায়নি।

গবেষণায় দেখা গেছে একবার কোভিড পজিটিভ হওয়ার পর যাদের শরীরে অ্যান্টিবডি তৈরী হয়েছে, তারা অন্তত ৬ মাস বা তার চেয়ে বেশি সময় পর্যন্ত দ্বিতীয়বার সংক্রমণ থেকে নিরাপদ থাকতে পারেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের পরিচলনক ডা. নেড শার্পলেস বলেন, গবেষকরা দেখেছেন করোনা সংক্রমিত হওয়ার পর প্রাকৃতিক ভাবেই যাদের শরীরে অ্যান্টিবডি তৈরী হয়েছে, তারা করোনার কম ঝুঁকিতে রয়েছেন। আর এটা ভ্যাকসিনের জন্যও ভাল। কারণ, ভ্যাকসিনও ঠিক এভঅবেই কাজ করে থাকে। তিনি বলেন, একজনের পুনরায় সংক্রমিত হওয়ার ঘটনা খুবই কম।

ডা. নেড শার্পলেস বলেন জানান, ইন্সটিটিউটের গবেষণার সঙ্গে ক্যান্সারের কোন সম্পর্ক নেই। ক্যান্সার নিয়ে গবেষণা করা অনেক গবেষক মাহামারি জনিত কারণে করোনাভাইরাস নিয়ে কাজ করেতে চলে এসেছেন।

দুটি গবেষণাতেই দুই ধরণের পরীক্ষা চালানো হয়েছিল। একটি করোনা সংক্রমনের কয়েকমাস পর অ্যান্টিবডি পরীক্ষা এবং অন্যটি সম্প্রতি আবার করোনা আক্রান্ত কিনা সেটা শনাক্তের পরীক্ষা।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়