সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

করোনা মোকাবেলায় মার্কিন কংগ্রেসে ৮৯২ বিলিয়ন ডলার অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৫৩, ২২ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৭:৫৬, ২২ ডিসেম্বর ২০২০
করোনা মোকাবেলায় মার্কিন কংগ্রেসে ৮৯২ বিলিয়ন ডলার অনুমোদন

ছবি: সংগৃহীত

ঢাকা (২২ ডিসেম্বর): করোনাভাইরাস মহামারি মোকাবেলায় ৮৯২ বিলিয়ন ডলারের এমার্জেন্সি স্পেন্ডিং বিল অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। কয়েক মাস ধরে এ বিল নিয়ে দলগত মতানৈক্যের পর কংগ্রেস অবশেষে এ অর্থ অনুমোদন করলো। খবর আল জাজিরা।

এ বিলের ৩.৩৬ বিলিয়ন ডলার ব্যয় করা হবে নিম্ন আয়ের দেশের জনগণের জন্য টিকা সরবরাহের জন্য। ২৮৪ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঋণ হিসেবে দেয়ার জন্য। আর ১৬৬ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের জনগনকে ৬০০ ডলার করে এককালীন আর্থিক সহযোগিতা হিসেবে দেয়ার জন্য।

কংগ্রেসে এ বিলটি ৩৫৯-৫৩ ভোটে অনুমোদন পেয়েছে। আর সিনেটে ৯১-৭ ভোটে অনুমোদন পেয়েছে। বিলটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যাবে তার অনুমোদন এবং স্বাক্ষরের জন্য। তিনি এতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। তার স্বাক্ষরের পরই বিলের অর্থ ছাড় করা শুরু হবে। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়