সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

অন্ধ্রপদেশে অজ্ঞাত রোগ: রোগীর রক্তে মাত্রাতিরিক্ত সীসা

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:০৬, ৯ ডিসেম্বর ২০২০  
অন্ধ্রপদেশে অজ্ঞাত রোগ: রোগীর রক্তে মাত্রাতিরিক্ত সীসা

ছবি: আল জাজিরা

ঢাকা (৯ ডিসেম্বর): ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে অজ্ঞাত রোগে অসুস্থ হওয়া রোগীর রক্তের নমুনাতে অতিরিক্ত মাত্রায় সীসা এবং নিকেল পাওয়া গেছে। একজন মেডিকেল কর্মকর্তার উদ্বৃতি দিয়ে আল জাজিরা বুধবার এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে।

বিজয়ওয়াড়া জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. এভিআর মোহন টেলিফোনে আল জাজিরাকে বলেন, এখন পর্যন্ত এআইআইএমএস (অল ইনডিয়া ইন্সটিউিট অব মেডিকেল সায়েন্স) এর বিশেষজ্ঞদের কাছ থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে রোগীদের রক্তে অতিরিক্ত মাত্রায় সীসা এবং নিকেল রয়েছে। তিনি বলেন প্রাথমিক ভাবে আমরা ১০জন রোগীর রক্তের নমুনা পাঠিয়ে ছিলাম। মঙ্গলবার আমরা আরো ৩০জন রোগীর রক্তের নমুনা পাঠিিেছ। এর ফলাফল আজ (বুধবার) পাবার কথা রয়েছে।

বিজয়ওয়াড়ার স্বাস্থ্যসেবা বিভাগের জেলা কোর্ডিনেটরের দায়িত্ব পালনকারী ডা. মোহন বলেন, রোগীদের মধ্যে কারো মাঝেই কোভিড ১৯ এর লক্ষণ পাওয়া যায়নি। তিনি বলেন, অজ্ঞাত রোগে আক্রান্ত ৭২জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এ সমস্যায় নিয়ে আসা ৪০০ রোগীকে ইতোমধ্যই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে তিনি জানান।

ডা. মোহন জানান, অসুন্থ হয়ে সুস্থ হবার পর অন্তত ছয়জন আবার দ্বিতীয় বারের মতো একই সমস্যার অভিযোগ করেছিলেন। তাদেরকে ফের হাসপাতাল ভর্তি করা হয়েছিল। তারাও হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি চলে গেছেন বলে তিনি জানান।

অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে অন্ধ্র প্রদেশের ইলুরু শহরে শনিবার ৫০০ জনের বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন। এর মধ্যে রোববার একজন মৃত্যুও বরণ করেন। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়