সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

করোনার প্রথম টিকা নিলেন ৯০ বছরের বৃদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৩৮, ৯ ডিসেম্বর ২০২০   আপডেট: ০০:৪২, ৯ ডিসেম্বর ২০২০
করোনার প্রথম টিকা নিলেন ৯০ বছরের বৃদ্ধা

ছবি: ডেইলি মেইল

ঢাকা (৮ ডিসেম্বর): বিশ্বে করোনার স্বীকৃত প্রথম টিকাটি নিয়েছেন ৯০ বছরের এক ব্রিটিশ নারী। ব্রিটেনের জনগণকে ভ্যাকসিন দেয়ার অংশ হিসেবে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ৩১ মিনিটে মার্গারেট কিনান নামের ওই নারীকে ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হয়। খবর বিবিসি।

বিবিসি জানিয়েছে, আগামী সপ্তাহে ৯১ বছরে পা দিতে যাচ্ছেন মার্গারেট। তাই এই টিকাকে তিনি ‘জন্মদিনের আগে সেরা উপহার’ বলে উল্লেখ করেছেন।

কভেন্ট্রি এলাকার ইউনিভার্সিটি হসপিটালে টিকা নেওয়ার পর প্রতিক্রিয়ায় মার্গারেট বলেছেন, ‘কোভিড-১৯ এর টিকা পেয়ে আমি নিজেকে অনেক বেশি সুবিধাভোগী মনে করছি। জন্মদিনের আগে কামনা করা উপহারগুলোর মধ্যে সেরা এটি। কারণ এর মানে হচ্ছে, অবশেষে আমি বছরের বেশিরভাগ সময় আমার নিজের হয়ে থাকার পর নতুন বছরে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর অপেক্ষায় থাকতে পারি।’ তিনি বলেন, যাদেরকে এ টিকা নিতে বলা হবে তাদের প্রতি আমার পরামর্শ হলো, ৯০ বছর বয়সে আমি যদি নিতে পারি, তাহলে আপনিও নিতে পারবেন।

কভেন্ট্রিতে দ্বিতীয় টিকাটি নিয়েছেন ৮১ বছর বয়সী উইলিয়াম সেক্সপিয়ার নামে আরেক বৃদ্ধ। তিনিও বলেছেন করোনাভাইরাসের এ টিকা নিতে পেরে তার খুব ভাল লাগছে। আর হসপিটালে সবার ব্যবহারও খুব ভাল চিল।

মঙ্গলবার থেকে ফাইজারের টিকা সাধারণ মানুষকে দেওয়া শুরু হয়েছে। প্রথম ধাপে যুক্তরাজ্যে আট লাখ ডোজ টিকা দেওয়া হবে। চলতি মাসের শেষ নাগাদ দেওয়া হবে আরও ৪০ লাখ ডোজ টিকা।

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক মঙ্গলবারকে বিজয়ের দিন হিসেবে উল্লেখ করে বলেছেন, দেশে টিকা দেয়া শুরু হয়েছে দেখে তিনি উচ্ছাসিত। তিনি নিয়ম মেনে আগামী কয়েক মাসে টিকা নেয়ার পন্থা অনুসরণ করার জন্য সবার প্রতি আহবান জানান।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়