তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না ফ্রান্স: ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-ইভেস লে ড্রিয়ান। ছবি: রয়টার্স-এর সৌজন্যে
ঢাকা (১২ সেপ্টেম্বর): ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-ইভেস লে ড্রিয়ান জানিয়েছেন, তালেবান মিথ্যে বলছে এবং তাদের নতুন সরকারের সঙ্গে ফ্রান্সের কোনো সম্পর্ক নেই বলে এবং ফান্স তাদের স্বীকৃতি দেবে না। আজ রবিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি ও দেশত্যাগে ইচ্ছুক আফগানদের সেখান থেকে বের করার কৌশল নিয়ে আজ কাতারের রাজধানী দোহায় আয়োজিত এক বৈঠকে অংশ নেওয়ার আগে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-ইভেস লে ড্রিয়ান এইসব কথা জানান।
প্রতিবেদনে বলা হয়, দেশটির একটি টেলিভিশনে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবানরা জানিয়েছে তারা কয়েকজন বিদেশি ও আফগানকে বিনা শর্তে দেশ ছেড়ে যাওয়ার অনুমতি দেবে এবং তারা এমন একটি সরকারের কথা বলেছে, যেখানে সবার প্রতিনিধিত্ব থাকবে। কিন্তু, তারা মিথ্যে বলছে।
জঁ-ইভেস লে ড্রিয়ান আরও বলেন, তালেবান সরকারকে ফ্রান্স স্বীকৃতি দেবে না এবং তাদের সরকারের সঙ্গে ফ্রান্সের কোনো সম্পর্ক নেই।
প্রতিবেদনে সূত্রে জানা যায়, ফ্রান্স এখন পর্যন্ত প্রায় ৩ হাজার মানুষকে আফগানিস্তান থেকে বের করে এনেছে এবং এই প্রক্রিয়াকে সহজ করতে তারা বেশ কয়েকবার তালেবানের সঙ্গে বৈঠক করেছে।