সংঘাত এড়াতে জো বাইডেন-শি জিনপিং ফোনালাপ
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রসিডেন্ট শি জিনপিং
ওয়াশিংটন (১০ সেপ্টেম্বর): দুই দেশের মধ্যকার ‘প্রতিযোগিতা’ যেন ‘সংঘাতে’ পরিণত না হয় সেটা নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, গত সাত মাসের মধ্যে প্রথমবারের মতো বৃহস্পতিবার বাইডেন চীনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন। খবর বিবিসি।
গত ফেব্রুয়ারির পর এটিই ছিল বাইডেন-শি’র প্রথম ফোনালাপ। ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বাইডেনের দায়িত্ব গ্রহণের পরপরই দুই নেতা দুই ঘন্টা আলাপ করেছিলেন।
ট্রাম্পের সময়ে মার্কিন প্রশাসনের সঙ্গে চীনের সম্পর্কের অবনতি ঘটে। বাণিজ্য, গুপ্তচরবৃত্তি এবং করোনা মহামারি নিয়ে দুই দেশের মধ্যে টানাপড়েন রয়েছে।
তবে হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে কূটনৈতিক অচলাবস্থা অসহনীয় এবং বিপদজনক। বৃহস্পতিবারের আহবানে নেতাদের হস্তক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশেরই পারষ্পারিক স্বার্থ রয়েছে এমন সব বিষয়ের কৌশলগত দিক নিয়ে দুই নেতা বিস্তারিত আলোচনা করেছেন। আলোচনায় প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট করে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার প্রতিযোগিতার বিষয়টি ওয়াশিংটন দায়িত্বশীলতার সঙ্গে বজায় রাখবে।
চীনের র্ষ্ট্রাীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, দুই প্রেসিডেন্টের মধ্যকার ফোনালাপ বেশ সুনির্দিষ্ট এবং বেশ বিস্তারিত ছিল। এতে আরো বলা হয়েছে, এ আলোচনায় কৌশলগত যোগাযেগ এবং পারষ্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় প্রাধান্য পেয়েছে।
সিসিটিভির রিপোর্টে আরো বলা হয়েছে, চীনের প্রসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন এবং যুক্তরাষ্ট্র তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক সঠিক ভাবে বজায় রাখতে পারে কি না, সেটা পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যনস্ত গুরুত্বপূর্ণ।
হোয়াইট হাউসের সিনিয়র এক কর্মকর্তা শুক্রবার বলেছেন, মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে চীনের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ অনেক ব্যাপাওে একাধিকবার আলোচনা করতে অনীতা প্রকাশ করায় প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করার অনুরোধ জানিয়েছিলেন।