মার্কিন সেনা প্রত্যাহারের পর প্রথম আন্তর্জাতিক ফ্লাইট কাবুল ছাড়ল
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ফাইল ছবি
ঢাকা (১০ সেপ্টেম্বর): আফগানিস্তান থেকে মার্কিন সেনাবাহিনী ছেড়ে যাওয়ার পর প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ফ্লাইট কাবুল বিমানবন্দর ছাড়ল। খবর, বিবিসি।
বিবিসি-র প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার প্রায় ২০০ জন আরোহী কাবুল থেকে কাতার এয়ারওয়েজের একটি চার্টার ফ্লাইটে আফগানিস্তান ছেড়েছেন। আরোহীদের মধ্যে মার্কিন নাগরিকরাও রয়েছে।
এদিকে, আজ শুক্রবার আরেকটি আন্তর্জাতিক ফ্লাইট কাবুল বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
বিবিসি জানায়, বৃহস্পতিবার বিমানবন্দরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কাতারের বিশেষ দূত মুতলাক বিন মাজেদ আল কাহতানি জানান, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর এখন পুরোদমে চলছে।
এদিকে, নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী সিগ্রিড কাগ এক টুইটে কাতারকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ওই ফ্লাইটে ১৩ জন ডাচ নাগরিক ছিলেন।
মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যাওয়ার পরেও প্রায় ১০০ মার্কিন নাগরিক এখনো আফগানিস্তানে রয়ে গেছেন বলে ধারণা করা হয়। এ ছাড়া, কয়েক শ আফগান নাগরিক যারা মার্কিন সামরিক বাহিনীকে সাহায্য করেছিলেন, তারা এখনো দেশটিতে রয়ে গেছেন।
সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কাতার সফরকালে মার্কিন নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে সাহায্যের আহ্বান জানান।