হাসান আখন্দকে প্রধান করে তালেবানদের সরকার ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি:তালেবান নেতৃবৃন্দের সঙ্গে মোল্লা হাসান আখন্দ
ঢাকা (০৭ সেপ্টেম্বর): তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের সহযোগি মোল্লা হাসান আখন্দকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী করে আফগানিস্তানে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হয়েছে। এতে তালেবান নেতা মোল্লা আবদুল গনি বারাদার তার সহযোগি হিসেবে প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং মৌলভী হানাফি দ্বিতীয় উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। খবর এএফপি, বিবিসি, আল জাজিরা।
মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ নতুন ইসলামিক সরকারের ৩৩ সদস্যের নাম ঘোষণা করে আরো বলেন, হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতার ছেলে সিরাজুদ্দিন হাক্কানিকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুবকে দেওয়া হয়েছে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব। ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমির খান মুত্তাকি এবং দ্বিতীয় ডেপুটি হিসেবে মোল্লা আবদুল সালাম হানাফির নাম ঘোষণা করা হয়েছে। ভারপ্রাপ্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করবেন হেদায়েতুল্লা বাদরি।
মুখপাত্র বলেন, ‘আমরা জানি আমাদের দেশের মানুষ নতুন সরকারের জন্য অপেক্ষা করছে।’
মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া দের মধ্যে সবাই পরিচিত মুখ। আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি থাকলেও তালেবানের বাইরে মন্ত্রীসভায় কাউকে নেওয়া হয়নি।
তালেবান মুখপাত্র মুজাহিদ জানিয়েছেন, এ মন্ত্রিসভা অন্তবর্তীকালীন অস্থায়ী সরকারের। দেশের অন্যান্য অঞ্চল থেকেও নেতৃবৃন্দ মন্ত্রিসভায় পরে যুক্ত হবেন।
মন্ত্রিসভায় কোন নারীর উপস্থিতি নেই কেন বিবিসির এমন এক প্রশ্নের জবাবে তালেবান নেতা আহমদুল্লা ওয়াসিক জানিয়েছেন, মন্ত্রিসভা এখনো চূড়ান্ত করা হয়নি।