পানশির প্রদেশ ‘পুরোপুরি জয়ে’র দাবি তালেবানের
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (০৬ সেপ্টেম্বর): গত কয়েকদিন ধরে চলে আসা তীব্র লড়াই শেষে পানশির ‘সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে’ নিয়ে নেওয়ার দাবি করেছে তালেবান। খবর, বিবিসি, আল-জাজিরা ও এনডিটিভি।
আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, এই বিজয়ের মাধ্যমে আফগানিস্তানকে যুদ্ধের জলাভূমি থেকে পুরোপুরি বের করে আনা হয়েছে।
প্রতিবেদনগুলোতে বলা হয়, এর পূর্বে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ পানশির নিয়ন্ত্রণকারী জাতীয় প্রতিরোধ ফ্রন্টের কমান্ডার আহমেদ মাসুদ যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তালেবান তা নাকচ করে দিয়েছে তালেবান।
প্রসঙ্গত, গত মাসের ১৫ তারিখে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এ সময় শুধু আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ৩৩টির নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। কেবল পানশির ছিল বিরোধীদের দখলে।