নারীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করল তালেবান
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

কাবুলে আফগান নারীদের বিক্ষোভ। ছবি: এএফপি
ঢাকা (০৫ সেপ্টেম্বর): অধিকার আদায়ের লক্ষ্যে আফগানিস্তানের রাজধানী কাবুলে নারীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে তালেবান। আজ রবিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারী নারীদের ভাষ্য, তারা অধিকার আদায়ের দাবিতে কাবুলে একটি বিক্ষোভ বের করে। একটি ব্রিজ থেকে হেঁটে তারা প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে করে তাদের ছত্রভঙ্গ করে দেয় তালেবানরা।
১৫ আগস্ট কাবুল পতনের পর তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে রাজধানী কাবুলসহ ও হেরাতেও নারীরা বিক্ষোভ করেছে।