Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
সরকার গঠনে তালেবানকে সহায়তা করা হবে: পাকিস্তানের সেনাপ্রধান

বৃহস্পতিবার

১৫ মে ২০২৫


১ জ্যৈষ্ঠ ১৪৩২,

১৭ জ্বিলকদ ১৪৪৬

সরকার গঠনে তালেবানকে সহায়তা করা হবে: পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:২৫, ৫ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৮:২৭, ৫ সেপ্টেম্বর ২০২১
সরকার গঠনে তালেবানকে সহায়তা করা হবে: পাকিস্তানের সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

ঢাকা (০৫ সেপ্টেম্বর): অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে আফগানিস্তানের তালেবানকে পাকিস্তান সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল শনিবার  ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবকে এ কথা বলেন পাকিস্তানের সেনাপ্রধান। খবর, বার্তা সংস্থা পিটিআইয়ের।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবকে এই এখন ইসলামাবাদে অবস্থান করছেন। গত বৃহস্পতিবার দেশটিতে পৌঁছান তিনি। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আঞ্চলিক নিরাপত্তা ও আফগানিস্তান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে  আলোচনা করেছেন তিনি।

এদিকে, পাকিস্তানের গণমাধ্যম অবজারভারের খবরে বলা হয়, আফগানিস্তানে সরকার গঠনে সহায়তার পাশাপাশি দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা আনতে পাকিস্তান কাজ করবে বলে ডমিনিক রাবের সঙ্গে বৈঠকে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান।

পিটিআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, জেনারেল কামার জাভেদ বাজওয়া এমন সময় এ মন্তব্য করলেন, যখন আফগানিস্তানে দ্রুতই নতুন সরকার ঘোষণা করা হবে বলে জানিয়েছে তালবান। এসবের মধ্যেই গতকাল শনিবার পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদ দেশটিতে সফরে যান। 

এদিকে, পাকিস্তান ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ককে খুবই শক্তিশালী বলে উল্লেখ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, এ সম্পর্ককে পরবর্তী ধাপে নেওয়ার ইচ্ছা রয়েছে যুক্তরাজ্যের। আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে দুই দেশেরই আগ্রহ রয়েছে।  

আফগানিস্তানে ক্ষমতায় আসা তালেবানের সঙ্গে যোগাযোগ রাখার ইঙ্গিতও দিয়েছেন ডমিনিক রাব। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়