পানশির প্রদেশে সংঘর্ষে ৬০০ তালেবান নিহতের দাবি বিদ্রোহীদের
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (০৫ সেপ্টেম্বর): তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিলেও এখনো দেশটির অন্যতম ছোট প্রদেশ পানশির দখল নিতে পারেনি। প্রদেশটির নিয়ন্ত্রণ নিতে গত মাস থেকেই বিরোধীদের সঙ্গে লড়াই করছে তারা। চলতে থাকা এই সংঘর্ষে তালেবানের প্রায় ৬০০ সদস্য নিহত হয়েছেন— এমন দাবি করেছে বিদ্রোহী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ)। খবর, এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এক টুইটে এনআরএফের মুখপাত্র ফাহিম দাস্তি জানান, পানশিরের বিভিন্ন জেলায় সংঘাতে প্রায় ৬০০ তালেবান নিহত হয়েছে। আটক করা হয়েছে সংগঠনটির ১ হাজারের বেশি সদস্যকে।
এদিকে, গত মঙ্গলবার প্রতিরোধ ফ্রন্টের মুখপাত্র ফাহিম দাস্তি জানিয়েছিল, তাদের আন্দোলন শান্তিপূর্ণ বন্দোবস্তের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে পাল্টা আক্রমণ চালানোর জন্যও প্রস্তুত রয়েছে। চলমান লড়াইয়ে মাত্র দুই দিনে প্রায় ৩৫০ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন এবং আটক করা হয়েছে আরও অন্তত ৩৫ জনকে।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হয়। কাবুল দখলের পর তিন সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও পানশির উপত্যকার নিয়ন্ত্রণ নিতে পারেনি তালেবান।