তালেবানদের সরকার গঠন এক সপ্তাহ পিছিয়েছে
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (০৪ সেপ্টেম্বর): আফগানিস্তানে তালেবানরা নতুন সরকার গঠন এক সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ শনিবার এ তথ্য জানিয়েছেন। খবর পিটিআই।
জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আগামী সপ্তাহে নতুন সরকার এবং মন্ত্রী সভার সদস্যদের নাম ঘোষণা করা হবে। তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি।
তবে সরকার গঠন নিয়ে বিভিন্ন গ্রুপের সঙ্গে আলোচনার জন্য গঠিত কমিটির সদস্য খলিল হাক্কানি বলেছেন, বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য একটি সরকার গঠনের লক্ষ্যে তালেবানরা উদ্যোগ নিয়েছে। এ কারনেই মূলত সরকার গঠনের কাজটি বিলম্বিত হচ্ছে।
তালেবানদের একক সরকার বিশ্ববাসীর কাছে গ্রহনযোগ্য হবে স্বীকার করে খলিল হাক্কানি বলেন, তালেবানরা নিজেরাই সরকার গঠন করতে সক্ষম। কিন্তু তারা এখন সব দল, গ্রুপ এবং সমাজের সব পক্ষের প্রতিনিধিত্ব নিয়ে একটি প্রশাসন গঠন করতে চাইছে।
সাবেক আফগান প্রধানমন্ত্রী এবং জামিয়াত ই ইসলামি আফগানস্তানের প্রধান গুলবুদ্দিন হেকমতিয়ার এবং তালেবানদেরকে সমর্থক হিসেবে ঘোষণা দেওয়া সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির ভাইকেও তালেবান সরকারে প্রতিনিধি হিসেবে নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
অন্যান্য অংশীদারদের সঙ্গেও তালেবানরা নতুন সরকারের সমর্থন দেওয়ার ব্যাপারে আলোচনা করা হচ্ছে বলে খলিল হাক্কানি জানান।
আন্তর্জাতিক সম্প্রদায়সহ সবার কাছে গ্রহনযোগ্য একটি সরকার গঠনের লক্ষ্যে তালেবানরা বেশ কিছু দিন ধরেই আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। শুক্রবার বিকালে নতুন সরকার ঘোষণা করা হবে বলে তালেবানদের পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত শুক্রবার এমন কোন ঘোষণা তালেবানরা দিতে পারেনি।
এরপর শনিবার মোল্লা আব্দুল গনি বারাদারের নেতৃত্বে তালেবানরা কাবুলে নতুন সরকার ঘোষণা করবে বলে ধারণা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তালেবানের পক্ষ থেকে ঘোষণা মাধ্যমে সরকার গঠন এক সপ্তাহ বিলম্বের কথা জানানো হয়।
১৫ আগস্ট কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর এই নিয়ে দ্বিতীয় বারের মতো তালেবানরা সরকার গঠনের সময় পেছানো হল।