পানশিরের নিয়ন্ত্রণ নিয়ে ধোঁয়াশা
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (০৪ সেপ্টেম্বর): আফগানিস্তানের পানশির উপত্যকা এখন কি তালেবানদের নিয়ন্ত্রণে, নাকি আহমেদ মাসুদের নেতৃত্বাধিক গ্রুপটির নিয়ন্ত্রণে তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তালেবানদের দাবি, তারা পুরো পানশির অঞ্চল দখল করে নিয়েছেন।
তবে, বিদ্রোহীরা এ দাবি প্রত্যাখান করেছেন। বিদ্রোহীরা বলছেন, পরিস্থিতি কঠিন কিন্তু এখনো পতন ঘটেনি। খবর, রয়টার্স, বিবিসি।
তালেবানের এক কমান্ডার রয়টার্সকে বলেছেন, আল্লাহর রহমতে আমরা পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছি। সমস্যা সৃষ্টিকারীরা পরাজিত হয়েছে এবং পানশির এখন আমাদের অধীনে।
অবশ্য, এই দাবি নিশ্চিত করা যায়নি বলে উল্লেখ করেছে বার্তাসংস্থাটি।
এদিকে, তালেবানদের দাবি উড়িয়ে দিয়েছেন বিদ্রোহীদের অন্যতম নেতা ও সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ বিবিসিকে বলেছেন, কোনো সন্দেহ নেই যে একটি কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা তালেবানদের আক্রমণের মুখে আছি। তবে আত্মসমর্পণ করব না।
অপরদিকে, বিদ্রোহীদের অপর নেতা আহমেদ মাসুদ রয়টার্সকে বলেছেন, পাকিস্তানি গণমাধ্যমে পানশির পতনের খবর ছড়িয়ে পড়ছে। এটি সত্য নয়।