অধিকারের দাবিতে কাবুলে নারীদের বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে নারীদের বিক্ষোভ
ঢাকা (০৩ সেপ্টেম্বর): আফগানিস্তানে নতুন তালেবান নেতৃত্বের প্রতি নারীর অধিকার সমুন্নত রাখার দাবি জানিয়ে কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে এক দল নারী বিক্ষোভ সমাবেশ করেছেন। শুক্রবারের এ বিক্ষোভে তারা নতুন সরকারে নারীদের অন্তর্ভুক্ত করারও আহ্বান জানিয়েছেন। খবর এপি।
কাবুলে প্রেসিডেন্ট প্রসাদের একটি গেটে একদল নারী সাদা কাগজে ‘নারীদের উপস্থিতিসহ বীরত্বপূর্ণ মন্ত্রিসভা’ লেখা শ্লোগান নিয়ে বিক্ষোভ প্রদর্শণ করেন। তারা এসময় মানবাধিকারের দাবিতে নানা স্লোগান দেন এবং বলেন অতীতে তারা আর ফিরে যেতে চান না।
বিক্ষোভকারীদের বিলি করা নথিতে বলা হয়েছে আফগান নারীদের শিক্ষা, দেশের ভবিষ্যতে সামাজিক ও রাজনৈতিক অবদান এবং বাকস্বাধীনতা সহ সাধারণ স্বাধীনতার পূর্ণ অধিকার দেওয়া হোক।
হেরাতে নারীদের বিক্ষোভ: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতের রাস্তায়ও বৃহস্পতিবার এদল নারী জড়ো হয়ে তালেবানদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। একই সঙ্গে তারা নারী অধিকারের দাবির পাশাপাশি নতুন সরকারে নারী অন্তর্ভুক্তির দাবি করেছেন।
গভর্নরের অফিসের দিকে ওই বিক্ষোভ মিছিলে ‘আমরা সবাই একসাথে’ লেখা শ্লোগান নিয়ে ‘ভয় পেয়ো না’ বলে নারীরা স্লোগান দিচ্ছিলেন।
হেরাত শহরটি আফগানিস্তানের মধ্যে অন্যতম উদারপন্থী বলে পরিচিত। দুই সপ্তাহ আগে তালেবানদের বিজয়ের আগেও সেখানকার হাজার হাজার তরুণী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে এবং বাড়ির বাইরে কাজ করেছে।
তালেবানরা এবার নারীদের অধিকার দেবে বলে জানালেও অনেকেরই তাতে সন্দেহ রয়েছে।