তালেবান ও পানশিরের বাহিনীর মধ্যে কারজাইয়ের আলোচনার আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই
ঢাকা (০৩ সেপ্টেম্বর): পানশির উপত্যকায় তালেবান ও প্রতিরোধ বাহিনীকে লড়াই বন্ধ করে শান্তিপূর্ণ সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। খবর বিবিসি।
২০০১ থেকে ২০১৪ পর্যন্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনকারী হামিদ কারজাই এক টুইট বার্তায় বলেছেন, ‘আফগানিস্তানে সংস্কারের প্রচেষ্টা সত্ত্বেও, পানশিরে সামরিক অভিযান এবং লড়াই চলছে।’
তিনি বলেন, ‘দেশ ও জনগণের স্বার্থে এলড়াই চলছে বলে আমি মনে করি না। এজন্যই আমি দুই পক্ষকে বলতে চাই যে যুদ্ধই কেবল সমাধান নয়। এতে অনেকে হতাহত এবং ভোগান্তির শিকার হয় আফগানিস্তান।’
পানশিরের তালেবান বিরোধী বাহিনী শুক্রবার জানিয়েছে, তারা তালেবানদের ‘বড় ধরনের’ আক্রমণ প্রতিহত করার জন্য লড়াই করছে। তালেবানরা তাদের শাসন অগ্রাহ্য করে শেষ প্রদেশ হিসেবে পানশির দখল করতে চায়।