তালেবানকে স্বীকৃতি দেবে না ইইউ, ব্রিটেন
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

গ্রাফিক্স:বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (০৩ সেপ্টেম্বর): যুক্তরাষ্ট্রের পর ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনও বলেছে তারা তালেবানকে আফগানিস্তানের নতুন সরকার হিসেবে স্বীকৃতি দেবে না। খবর বিবিসি।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিভাগের প্রধান জোসেপ বোরেল বলেছেন, আফগানিস্থানের সঙ্গে যেকোনো ধরনের কার্যক্রম কঠোর শর্ত সাপেক্ষে হবে এবং শুধুমাত্র আফগান জনগণের স্বার্থেই সেটা করা হবে।
ইইউ আরো বলেছে, যে তাদের লক্ষ্য ছিল কাবুলে ইইউর উপস্থিতির মাধ্যমে তালেবানদের সঙ্গে তাদের যোগাযোগ রক্ষা করা এবং নতুন আফগান সরকার নিরাপত্তা ও মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতি পূরণ করে কিনা তা নিশ্চিত করা।
স্লোভেনিয়ায় পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে জোসেপ বোরেল বলেন, ‘আমরা সমন্বিত পদ্ধতিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি ... নিরাপত্তা শর্ত যদি সেটা পূরণ করে।’
তিনি আরও বলেন, ইইউ যুক্তরাষ্ট্র, জি-৭, জি-২০ এবং অন্যান্য সংস্থার সঙ্গে আফগান বিষয়ে ‘দৃঢ়ভাবে’ সমন্বয় করবে। ইইউ আফগিানস্তানের প্রতিবেশীদের সঙ্গে ‘সহযোগিতার আঞ্চলিক রাজনৈতিক প্ল্যাটফর্ম’ চালুর উদ্যোগ নেবে।
এদিকে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী ডমিনিক রাব বলেছেন, তালেবানকে আফগানিস্তানের সরকার হিসেবে স্বীকৃতি দেয়া হবে না। তবে তাদের সঙ্গে যোগাযোগের পথ খোলা থাকবে।
পাকিস্তানে এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তান থেকে যারা পালিয়ে যেতে চায় তাদেরকে সাহায্য করা প্রয়োজন।
তিনি বলেন, ‘বিশেষ কিছু বিষয়ে তাদের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। সংবেদনশীলতার কারণে এ বিষয়ে আমি বিস্তারিত কিছু বলবো না। এ লক্ষ্যে আমাদের আলোচনা চালিয়ে যেতে হবে।’
আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশগুলোতে বিপুল সংখ্যক শরণার্থী আসতে পারে এমন উদ্বেগের মধ্যে যুক্তরাজ্য তার মানবিক দায়িত্ব পালন করবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
আফগানিস্তানের নতুন সরকারের প্রশ্নে ওয়াশিংটনও একই অবস্থান নিয়েছে। তবে রাশিয়া এবং চীন এ প্রশ্নে নমনীয় অবস্থানের ইঙ্গিত দিয়েছে।