যুক্তরাষ্ট্রে আইডার তাণ্ডব, মৃত্যু বেড়ে অন্তত ৪৫
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (০৩ সেপ্টেম্বর): যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে কয়েকদিন ধরে চলছে টর্নেডো আইডার তাণ্ডব। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বন্যা ও টর্নেডোয় এখন পর্যন্ত অন্তত ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ খবর জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বন্যাদুর্গত এলাকায় বহু মানুষ এখনো আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার কাজ এখনো চলছে। এদিকে, পানিতে ভেসে যাওয়া গাড়ির ভেতর থেকেও মানুষের লাশ উদ্ধার করার কথা জানা যাচ্ছে।
বিবিসি আরও জানিয়েছে, বন্যায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মারা গেছেন ২৩ জন। রাজ্যটির গভর্নর ফিল মারফি জানিয়েছেন, যারা মারা গেছেন তাদের অনেকেই গাড়িতে আটকা পড়ে যান। এদিকে, নিউইয়র্কে মারা গেছেন ১৪ জন। নিউইয়র্ক সিটি ও ও নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি রয়েছে। এ ছাড়া, ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়ায় মারা গেছেন ৩ জন। অন্যত্র আরেক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিপর্যয়ের কথা তুলে ধরে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে পুরো দেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং এটি জীবন, মৃত্যুর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।