বৃহস্পতিবার

০৬ নভেম্বর ২০২৫


২২ কার্তিক ১৪৩২,

১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৬৫ স্টাফ করোনায় আক্রান্ত

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৫৫, ১৭ নভেম্বর ২০২০   আপডেট: ১৬:৫৫, ১৭ নভেম্বর ২০২০
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৬৫ স্টাফ করোনায় আক্রান্ত

ছবি: ফাইল ফটো

ঢাকা (১৭ নভেম্বর): জেনেভার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সদর দপ্তরে করোনাভাইরাসে ৬৫জন আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হু’র মুখপাত্র ফারাহ দাখলাল্লাহ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও ওয়ান নিউজের।

এপি জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্টাফদের মাঝে করোনায় সংক্রমণের একটি অভ্যন্তরীন মেইল তাদের হস্তগত হয়েছে। মূলত ইউরোপের দেশগুলোতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে সদর দপ্তরেও সেটার প্রভাব পড়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত এ সংস্থার সদর দপ্তরে একটি করোনার ক্লাস্টারও চিহ্নিত করা গেছে।

ওই ইমেইলে বলা হয়েছে, যে ৬৫ জন আক্রান্ত হয়েছেন তাদের অর্ধেক বাসা থেকে কাজ করা কর্মকর্তা ও কর্মচারী। তবে আক্রান্ত ৩২ জন সদর দপ্তরের মধ্যেই কাজ করছিলেন এতোদিন। যারা আক্রান্ত হয়েছেন তারা বর্তমানে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়