ভারতে করোনায় ২৮১২ জনের মৃত্যু, প্রতি চার জনে একজন পজিটিভ
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ফাইল ছবি
ঢাকা (২৬ এপ্রিল ): করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় মারা গেলেন আরও ২৮১২ জন মানুষ। যা দেশটির একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে ভারতে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ায় ১ লাখ ৯৫ হাজার ১২৩ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। ফলে, দেশটিতে মোট আক্রান্ত হল ১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ১৬৩ জন।
সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানায়। এ খবর পরিবেশন করেছে হিন্দুস্তান টাইমস।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সক্রিয় রোগীও বাড়তে বাড়তে ২৮ লাখ ছাড়িয়ে গেছে। ভারতে এখন যাদের করোনা পরীক্ষা করা হচ্ছে তাদের প্রতি চার জনের মধ্যে এক জনের রিপোর্ট পজিটিভ আসছে।
সাড়ে ৩ লাখ নতুন আক্রান্তের জেরে ভারতে মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৭৩ লক্ষ ১৩ হাজার ১৬৩ জন। আক্রান্তের এ সংখ্যা নিয়ে ভারত এখন বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ২৫ দশমিক ১৭ শতাংশ। অর্থাৎ যাদেও করোনা পরীক্ষা করা হয়েছে, তাদের মধ্যে প্রতি ৪ জনে এক জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দৈনিক সংক্রমণ বৃদ্ধির জেরে সক্রিয় রোগীর সংখ্যাও বাড়ছে। ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী বেড়েছে ১ লাখ ৩০ হাজার ৯০৭ জন। এ নিয়ে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৮ লক্ষ ১৩ হাজার ৬৫৮ জনে দাঁড়িয়েছে। সক্রিয় রোগীর বৃদ্ধির জেরে স্বাস্থ্য সেবায় ঘাটতি দেখা দিয়েছে। হাসপাতালে ঘুরে ঘুরেও শয্যা ফাঁকা পাচ্ছেন না রোগীরা। অনেক হাসপাতালেই একই শয্যায় থাকতে হচ্ছে একাধিক রোগীকে। পাশাপাশি ভারতে অক্সিজেনের সংকটও প্রকট হয়ে দেখা দিয়েছে।






















