কোভিড সংক্রমণে দেশ ছেড়ে পালাচ্ছেন ‘সুপার রিচ’ ভারতীয়রা
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (২৬ এপ্রিল): কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় এবার ভারত থেকে পালাচ্ছেন ‘সুপার রিচ’ খ্যাত বিভিন্ন রাজ্যের বাসিন্দারা। এজন্য বিপুল অর্থ ব্যয় করে তারা প্রাইভেট জেট ভাড়া করে পাড়ি দিয়েছেন যুক্তরাজ্যে। তবে ভারতকে যুক্তরাজ্য লাল তালিকাভুক্ত করায় কেউ কেউ সেখানে নামার সুযোগ পেলেও অনেকের প্রাইভেট জেটই কর্তৃপক্ষ অবতরণের অনুমতি দেয়নি। খবর টিএনএন।
ফ্লাইটঅ্যাওয়ার ওয়েবসাইটের তথ্যে দেখা গেছে শুক্রবার ব্রিটেনের স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় ভ্রমণ নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগের ২৪ ঘণ্টায় ভারত থেকে লন্ডনের লুটন বিমানবন্দরে আটটি প্রাইভেট জেট গিয়েছে। এর প্রত্যেকটির ভাড়া প্রায় ৭২ লাখ রূপি। এসব জেেেটর মধ্যে চারটি মুম্বই, তিনটি দিল্লি এবং একটি আহমেদাবাদ থেকে গিয়েছে।
ভিটি-এএইচআই নামে একটি প্রাইভেট জেট বৃহস্পতিবার রাত ৯টা ৪২ মিনিটে মুম্বই থেকে রওনা দিয়ে লুটন বিমানবন্দরে ভোর ৬ টা ৫৩ মিনিটে পৌঁছেছে। শনিবার সেটি আবার মুম্বই ফিরে এসেছে। ভিস্তাজেটের একটি প্রাইভেট জেট বৃহস্পতিবার রাতে মুম্বই থেকে রওনা হয়ে যুক্তরাজ্যের ডেটলাইনের মাত্র ৪০ মিনিট আগে সেখানে পৌঁছেছে। এভাবেই আহমেদাবাদ থেকে কাতার এয়ারের একটি এক্সকিউটিভ জেট এবং টিসেভেন-এনএপি জেটও বৃহস্পতিবার রাতে লুটন বিমানবন্দরে পৌঁছেছে। দিল্লি থেকেও তিনটি প্রাইভেট জেট বৃহস্পতিবার লন্ডনে পৌঁছেছে।
মধ্যবিত্ত ভারতীয়রা গেল সপ্তাহেই সরাসরি বিমানের কোন ফ্লাইটের টিকিট পাননি। ব্রিটেনে ভ্রমন নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগেই শিক্ষার্থীসহ অনেকে সেখানে যাবার জন্য অতিরিক্ত ফ্লাইটের অনুরোধ করেছিলেন।
টিকেট টুন ইনডিয়া নামে লন্ডন ভিত্তিক একটি ট্রাভেল এজেন্সি দিল্লি থেকে ফ্লাইট ছাড়ার জন্য ৩০০ সিটের সবগুলো টিকিট বিক্রি করেছিল। কিন্তু ব্রিটেনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ অবতরণের অনুমতি না দেওয়ায় বুধবার তারা সেই ফ্লাইট বাতিল ঘোষণা করে। তবে যাত্রীদের তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে।
ব্রিটেনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেছেন, ভারত ও যুক্তরাজ্যের মধ্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে না এমন অনেক কোম্পানির কাছ থেকে আমরা গত সপ্তাহে প্রাইভেট জেটের যাত্রী পরিবহনের আবেদন পেয়েছে। কিন্তু ভারতীয় সরকারের ক্রাইটেরিয়া পূরণ না করায় আমরা এসব অনুরোধ রাখতে পারিনি।
বর্তমান দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী ভারত এবং যুক্তরাজ্যের মধ্যে সপ্তাহে ১৫টি ফ্লাইট চলাচলের অনুমতি রয়েছে। যুক্তরাজ্যের বাইরের যে কোন বিমানকে যুক্তরাষ্ট্র থেকে যাত্রী পরিবহন করতে হলে আগেই অনুমতি নিতে হয়।
ভারত এখন যুক্তরাজ্যের ভ্রমণ তালিকায় লাল তালিকাভুক্ত। এর মানে হচ্ছে যুক্তরাজ্যের বাসিন্দা নন এমন কোন ভারতীয় এখন সেখানে ঢুকতে পারবেন না। আর যুক্তরাজ্যের বাসিন্দাদেরও সেখানে গেলে এখন নিয়ম অনুযায়ী সরকার অনুমোদিত হোটেলে ১০ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।






















