কোভিড সংকটে ভারতে সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (২৬ এপ্রিল): ভারতের কোভিড সংক্রমণে সহযোগিতার হাত বাড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। একই সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনও এ পরিস্থিতি মোকাবেলায় দিল্লিকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রেসিডেন্ট বাইডেন রবিবার এক টুইটে বলেছেন, ‘ভারত যেভাবে করোনা মহামারির শুরুতে আমাদের হাসপাতালের জন্য সহযোগিতা পাঠিয়েছিল, আমরাও তেমনি ভারতের এ সংকটময় মুহূর্তে তাদের সহযোগিতা করতে দৃঢ়প্রতিজ্ঞ।’
এদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, ভারতকে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র দিনরাত কাজ করে যাচ্ছে। ভারতের কোভিশিল্ড তৈরীর জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন বেশ কিছু কাঁচামাল যুক্তরাষ্ট্র চিহ্নিত করেছে। এসব জিনিসপত্র খুব শিঘ্রই ভারতে পাঠানো হচ্ছে। ভারতের কোভিড আক্রান্ত রোগী এবং সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেরাপির সরঞ্জাম, দ্রুত পরীক্ষা করার কিট, ভেন্টিলেটর এবং পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) পাঠাচ্ছে। এগুলো খুব দ্রুতই ভারতে পাওয়া যাবে। এছাড়া অক্সিজেন তৈরী এবং এ সংক্রান্ত আরো বেশ কিছু সরঞ্জামও যুক্তরাষ্ট্র ভারতে পাঠানোর চেষ্টা করছে।






















