মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

২০২০ সালে বিশ্বে সামরিক ব্যয় বেড়েছে ২ ট্রিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৫০, ২৬ এপ্রিল ২০২১  
২০২০ সালে বিশ্বে সামরিক ব্যয় বেড়েছে ২ ট্রিলিয়ন ডলার

ছবি: ২০২০ সালে বিশ্বে সামরিক ব্যয় বেড়েছে ২ ট্রিলিয়ন ডলার

ঢাকা (২৬ এপ্রিল): কোভিড মহামারিতে অর্থনৈতিক মন্দার মধ্যেও ২০২০ সালে সারা বিশ্বে সামরিক ব্যয় প্রায় ২ ট্রিলিয়ন মার্কিন ডলার বেড়েছে। সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) এ তথ্য জানিয়েছে। খবর এএফপি।

এসআইপিআরআই এক রিপোর্টে জানিয়েছে, ২০২০ সালে সারাবিশ্বে জিডিপির পরিমান ৪ দশমিক ৪ শতাংশ হ্রাস পেলেও সামরিক ব্যয় ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৯৮১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।  

২০২০ সালে বিশ্বের যে পাঁচটি দেশ সবচেয়ে বেশি সামরিক ব্যয় করেছে সেগুলো হচ্ছে, যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া এবং যুক্তরাজ্য। এ পাঁচ দেশই বিশ্বের ৬২ শতাংশ সামরিক ব্যয় করেছে।

এ রিপোর্টের লেখক দিয়েগো লোপেস ডা সিলভা এএফপিকে বলেছেন, বিশ্বব্যাপী সামরিক খাতে এ ব্যয় বৃদ্ধির বিষয়টি একেবারেই অপ্রত্যাশিত। তিনি বলেন, ‘করোনা মহামারির সময়ে সামরিক ব্যয় কমবে বলেই মনে করা হয়েছিল। তবে এখন মনে হচ্ছে করোনার মতো মহামারিও সামরিক ব্যয়ে কোন প্রভাব ফেলতে পারেনি।’

বিভিন্ন দেশের সামরিক ব্যয়ের ধরণ দেখে মনে হচ্ছে কোভিডের কারণে যে ক্ষতি হয়েছে সেটা অনুধাবন করতে তাদের সময় লাগবে বলে তিনি মন্তব্য করেন।

সার্বিকভাবে সামরিক ব্যয় বৃদ্ধির পরিমাণ ২ দশমিক ২ শতাংশ থেকে ২ দশমিক ৪ শতাংশ। ২০০৯ সালের অর্থনৈতিক সংকটের পর এ বৃদ্ধির পরিমাণ সবচেয়ে বেশি।

এর ফলে ন্যাটোভুক্ত আরো বেশি দেশে জিডিপির অন্তত ২ শতাংশ সামরিক খাতে ব্যয় করার টার্গেট দেওয়া হয়েছে। ২০১৯ সালে ৯টি দেশে এ গাইডলাইন দেওয়া থাকলেও ২০২০ সালে সেটির সংখ্যা দাঁড়িয়েছে ১২টিতে।

বিশ্বের সবচেয়ে বেশি সামরিক খাতে ব্যয় করা দুটি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং চীন। সার্বিকভাবে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়ের পরিমাণ হচ্ছে ৩৯ শতাংশ আর চীনের ১৩ শতাংশ।

চীনের অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই ২৬ বছর ধরেই এর সামরিক ব্যয় বাড়ানো হচ্ছে। ২০২০ সালে এ ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৫২ বিলিয়ন মার্কিন ডলার।

আর যুক্তরাষ্ট্রও সাত বছর ধরে সামরিক ব্যয় হ্রাসের পর এটি বাড়ানোর ধারাবাহিকতায় পরপর তৃতীয়বারের মতো ২০২০ সালে সামরিক ব্যয় বাড়িয়েছে। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়