পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে আজ ৩৪ আসনে ভোট
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ফাইল ছবি
ঢাকা (২৬ এপ্রিল): ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন চলছে। আজ সোমবার নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে রাজ্যটিতে।
সকাল সাতটা থেকে পাঁচ জেলার ৩৪টি আসনে শুরু হয়েছে ভোট। ভোটকে কেন্দ্র করে প্রতি বুথে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।
আজ যে পাঁচটি জেলায় ভোটগ্রহণ হচ্ছে সেগুলি হল— পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ ও কলকাতা। দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমানের সব আসনে ভোটগ্রহণ আজ। বাকি জেরাগুলোতে আংশিক। রাজ্যটির বাকি আসনে ভোট হবে অষ্টম বা শেষ দফায়। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস






















