Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
মিয়ানমারের নির্বাচনে সু চির দল জয়ী

বুধবার

০৭ মে ২০২৫


২৪ বৈশাখ ১৪৩২,

০৯ জ্বিলকদ ১৪৪৬

মিয়ানমারের নির্বাচনে সু চির দল জয়ী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৫৩, ১৩ নভেম্বর ২০২০  
মিয়ানমারের নির্বাচনে সু চির দল জয়ী

ছবি: ফাইল ফটো

ঢাকা (১৩ নভেম্বর): মিয়ানমারে নির্বাচনে আবারও জয়ী হয়েছে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। শুক্রবার ঘোষিত ফল অনুযায়ী এনএলডি পেয়েছে ৩৪৬ আসন। সরকার গঠনের জন্য তাদের প্রয়োজন ছিল ৩২২ আসন।

এর আগে বৃহস্পতিবার প্রাথমিক ফলাফলের ওপর ভিত্তি করে সু চি তার দলকে বিজয়ী বলে দাবি করেছিলেন। তবে সেনা সমর্থিত বিরোধী দল পুননির্বাচন দাবি করেছে।

এনএলডির মুখপাত্র মনিওয়া অং শিন জানিয়েছেন, জনগণ বুঝতে পেরেছে নিজের মতো করে সরকার গঠন করতে হলে এরএলডির ‘একক সংখ্যাগরিষ্ঠা’ প্রয়োজন। এ বিজয়ে এটাই প্রমাণিত হয়েছে জনগণ দলকে সমর্থন দিচ্ছে। তবে এরপরও এনএলডি জাতীয় ঐক্যের সরকার গঠন করবে। এতে রাজনৈতিক বিরোধ কমে আসবে বলে জানিয়েছেন তিনি।

এনএলডি জানিয়েছে, তারা জাতিগত সংখ্যালঘুদের দলগুলোকে তাদের সঙ্গে কাজ করার আমন্ত্রণ জানাবে। এর আগের অর্থাৎ ২০১৫ সালের নির্বাচনে অবশ্য এ ধরনের আমন্ত্রণ জানানো হয়নি।

ইতোমধ্যে ভারত, জাপান ও সিঙ্গাপুর পৃথক বার্তায় সু চিকে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়