মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ইরাকে করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৫৬, ২৫ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:০০, ২৫ এপ্রিল ২০২১
ইরাকে করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭

প্রতীকী ছবি

ঢাকা (২৫ এপ্রিল): ইরাকের রাজধানী বাগদাদের একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন। 

শনিবার বাগদাদের দক্ষিণ-পূর্বাঞ্চলে দিয়ালা ব্রিজ এলাকায় ইবনে খতিব নামে একটি করোনা রোগীদের হাসপাতালে এ ঘটনা ঘটে। 

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন রোগী। এ সময় ৯০ জনকে অক্ষত অবস্থায় অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স, দ্য গার্ডিয়ান ও স্কাই নিউজ এ খবর জানিয়েছে।

প্রতিবেদনগুলো থেকে জানা গেছে, হাসপাতালের আইসিইউতে থাকা অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনা ঘটলে বহু সংখ্যক অ্যাম্বুলেন্স হাসপাতালে গিয়েছে এবং আগুনে আহতদের চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছে।  
 
অগ্নিকাণ্ডের পর হাসপাতালে থাকা ১২০ জন রোগীর মধ্যে এ পর্যন্ত ৯০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইরাকি সিভিল ডিফেন্সের প্রধান মেজর জেনারেল খাদিম বোহান।
 
যুদ্ধ, কয়েক দশকের নিষেধাজ্ঞা এবং অবহেলায় ইরাকের স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই ধ্বংস হয়ে গেছে। করোনা মহামারিতে সেই সংকট আরও প্রকট আকার ধারণ করেছে।
 
করোনা মহামারি শুরুর পর থেকে ইরাকে এ পর্যন্ত ১০ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ১৫ হাজার ২১৭ জন মানুষ।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়