মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

করোনায় মৃত্যু ৩০ লাখ ৮৩ হাজার ছাড়াল 

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:২৮, ২৪ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:৩৮, ২৪ এপ্রিল ২০২১
করোনায় মৃত্যু ৩০ লাখ ৮৩ হাজার ছাড়াল 

ফাইল ছবি

ঢাকা (২৪ এপ্রিল): সারাবিশ্বে করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনকহারে বেড়ে চলছে। এরমধ্যে অনেক দেশ লকডাউনসহ কঠোর বিধিনিষেধও আরোপ করেছে। এর পরেও নিয়ন্ত্রণে আসার লক্ষণ নেই মহামারি করোনার। 

সারাবিশ্বে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩০ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ। এবং এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও প্রায় ১৪ কোটি ৫৩ লাখ ব্যক্তি। 

জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার শনিবার সকালে  এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৫২ লাখ ৭১ হাজার ২০৮ জন মানুষ। এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ লাখ ৮৩ হাজার ২৩৫ জন ব্যক্তি। আর সুস্থতা লাভ করেছেন আট কোটি ৩৫ লাখ ৩৮ হাজার ৭০৫ জন রোগী।

মহামারি করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৯ লাখ ৯০ হাজার ৬৮৪ জন। এ সময়ে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ লাখ ৭১ হাজার ১৮০ জন।

বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন এক কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫ জন। দেশটিতে এখনো পর্যন্ত মারা গেছেন এক লাখ ৮৬ হাজার ৯২০ জন। একং সুস্থতা লাভ করেছেন এক কোটি ৩৬ লাখ ৪৮ হাজার ১৫৯ জন।

জনস হপকিনসের হিসাবে, সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৪২ লাখ ৩৭ হাজার ৭৮ জন, মারা গেছেন তিন লাখ ৮৬ হাজার ৪১৬ জন। সুস্থ হয়েছেন এক কোটি ২৫ লাখ ৮৬ হাজার ২৭২ জন।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়