মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

মায়ানমার জান্তা প্রধানের মানবতাবিরোধী অপরাধ তদন্তের আহবান অ্যামনেস্টির

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৪৫, ২৩ এপ্রিল ২০২১  
মায়ানমার জান্তা প্রধানের মানবতাবিরোধী অপরাধ তদন্তের আহবান অ্যামনেস্টির

ছবি: সিনিয়র জেনারেল মিং অং হ্লাইং

ঢাকা (২৩ এপ্রিল): মায়ানমারের সামরিক জান্তা প্রধানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে দেখতে দক্ষিণ পূর্ব এশিয়ার সংস্থা আসিয়ানের প্রতি আহবান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মায়ানমার সংকট নিয়ে শনিবার শুরু হওয়া আসিয়ান সম্মেলনের প্রাক্কালে  অ্যামনেস্টি শুক্রবার এ আহবান জানালো।

ইন্দোনেশিয়ার জাকার্তায় শনিবার অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশন্স (আসিয়ান) এর সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। কূটনীতিক এবং আয়োজক দেশের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে এ সম্মেলনে মায়ানমারের জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিং অং হ্লাইং যোগ দেবেন।

মায়ানমারের কর্তৃপক্ষের পক্ষ থেকে অবশ্য এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

অ্যামনেস্টি শুক্রবার এক বিবৃতিতে বলেছে, জাতিসংঘের নির্যাতন বিরোধী চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে ইন্দোনেশিয়া তার ভুখন্ড থেকে এমন একজন অপরাধীকে বিচারের জন্য হস্তান্তর বা বিচারের মুখোমুখি করার বাধ্যবাদকতা রয়েছে।

মায়ানমারে সেনা অভ্যুত্থানের পর সেখানকার সংকট নিরসনে এটাই প্রথম আন্তর্জাতিক উদ্যোগ।

আসিয়ান সাধারণত কোন সদস্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। এছাড়া যে কেনা বিষয়ে সদস্য দেশগুলো ঐক্যমতের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তাই আসিয়ানের এ সম্মেলনকে একটি বড় পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে।

অ্যামনেস্টির গবেষণা বিভাগের উপ আঞ্চলিক পরিচালক ইমারলিন গিল বলেছেন, সামরিক বাহিনীর কারণে সৃষ্ট মায়ানমারের সংকট আসিয়ানকে বড় ধরণের পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়