ভারতে একদিনে ২৫০০ মৃত্যু, সোয়া তিন লাখ শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ফাইল ছবি
ঢাবা (২৩ এপ্রিল): ভারতে দিনকে দিন আরও প্রকট আকার ধারণ করছে করোনা মহামারি। দেশটিতে এবার গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন দুই হাজার ২৬৩ জন। এবং এ সময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন তিন লাখ ৩২ হাজার মানুষ।
ভারতে এ নিয়ে টানা দুইদিন তিন লাখের বেশি সংক্রমণ পাওয়া গেল। বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এনডিটিভি’র ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচারের জন্য আজ পশ্চিমবঙ্গে নিজের যে সফর ছিল তা করোনা পরিস্থিতির কারণে বাতিল করেছেন। মোদি রাজ্যগুলির কোভিড -১৯ পরিস্থিতি পর্যালোচনা করতে আজ উচ্চ-স্তরের বৈঠক করবেন।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে নতুন করোনা রোগীদের মধ্যে ৬৭ হাজারই মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের পরে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে। এদিকে, দিল্লিতে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩০৬ জন।






















