মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভারতে করোনা হাসপাতালে আগুন, ১৩ আইসিইউ রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৩৬, ২৩ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:৩৮, ২৩ এপ্রিল ২০২১
ভারতে করোনা হাসপাতালে আগুন, ১৩ আইসিইউ রোগীর মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকা (২৩ এপ্রিল): ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে আগুনে দগ্ধ হয়ে অন্তত ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে। নিহত রোগীরা করোনা আক্রান্ত হয়ে ওই হাসপাতালটির আইসিইউতে ভর্তি ছিলেন। 

মুম্বই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের বিরারের বিজয় বল্লভ হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় বাংলাভাষী পত্রিকা আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এসব জানিয়েছে। 

আনন্দবাজার পত্রিকা দেশটির সংবাদ সংস্থা সূত্রে জানায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে আগুন লাগে পালঘর জেলার ওই হাসপাতালে। সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে শর্ট সার্কিটের জেরেই এই আগুন লাগে বলে জানা গিয়েছে। আগুন লাগার জেরে রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। শুক্রবার ভোর সাড়ে ৫টার মধ্যে ওই হাসপাতালর আগুন নেভানো সম্ভব হয়েছে বলে দমকলের তরফে জানা গিয়েছে।

হাসপাতালটির প্রধান কার্যনির্বাহী অফিসার দিলীপ শাহ জানিয়েছেন, আগুন লাগার ঘটনার সময় সেখানে প্রায় ৯০ জন রোগী ভর্তি ছিলেন। ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাত ৩টা নাগাদ আগুন লাগে। এর জেরে ১৩ জনের মৃত্যু হয়েছে। যে ২১ জন রোগীর অবস্থা সঙ্কটজনক ছিল, তাঁদের অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়